প্রেমের চিঠি পাঠিয়ে দিলাম
প্রিয় তোমার নামে,
কাশফুল আর দমকা হাওয়া
মেঘের সাদা খামে।


সকাল বিকাল হাঁটতে পারো
মেঘের মতো জলদি,
অনুর মতোই পরতে পারো
যেই শাড়িটা হলদি।


মেঘের পালক খুঁজতে পারো
শুভ্র সাদা কাশবনে,
নাচতে আরও গাইতে পারো
হেসে খেলে আনমনে।


নদীর তীরে মেঘের ভেলায়
ধবল ধবল সাজ,
শোন রে মেয়ে শরৎ এলো
মন মাতাতে আজ।