সাদা মেঘের পালকি চড়ে
এলো শরৎ রাণী,
নদীর পাড়ে কাশবনেতে
তারই কানাকানি।


শিউলি ফোটা গাছের ডালে
নামলো শরৎ ঢল,
সেই খুশিতে ছুটলো ভোরে
খোকা খুকির দল।


শিউলি ফুলের মালা গেঁথে
বেচতে গেলো হাটে,
শরৎ রাণীর দুধের শিশু
ফুটলো খেয়া ঘাটে।


দোল দিয়ে যায় বাতাস এসে
কাশফুলেরা দোলে,
শরৎ রাণীর পালকি খানি
হাসে মেঘের কোলে।


বিঃদ্রঃ [৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হয়েছে]