একে একে উল্টিয়ে পুরনো পাতা
বর্ষবরণে আজ শুভ হালখাতা,
পুরনো স্মৃতি ভুলে শুভ সূচনা
জাগ্রত হোক মনে নব ভাবনা।


নতুন প্রভাত আজ, নতুন বেলা
আগমনী উৎসব বৈশাখী মেলা,
পান্তা ইলিশ আর মঙ্গল যাত্রা
এ যেন ঐতিহ্যের উজ্জ্বল মাত্রা।


বাংলা সন কি'বা বলো পঞ্জিকা
আমাদের গৌরব, চির অহমিকা!
হাজার বছর ধরে পৃথিবীর মাঝে
সংস্কৃতি জেগে ওঠে আপন সাজে।


জাতপাত ভুলে গিয়ে এক হয়ে সব
পালন করি চলো আমাদের উৎসব,
হই যদি বাঙালি শতভাগ খাঁটি -
তবে বর্ষবরণে এসো বাড়াই পা'টি।