হায়েনার কবল থেকে বেঁচে আসা লোক
বীরত্বের দাবি করে রাজ দরবারে,
হায়েনা কে মারেনি, সাথেও তাঁর লড়েনি---
তবুও বীরত্বের দাবি করে বারেবারে,
আহা কী অরাজক, বিনা কাজে রাজভোগ
এমন করেই কী হবে ন্যায়নীতি শেষ?
রাজা হাসে, ভালোবাসে- চাটুকারিতার খেল
রাজ্য সভায় দিব্যি চলে চাটুকারিতা বেশ!

রাজায় রাজায় যুদ্ধ লাগে, চাটুকার হয় পলায়ন
রাজ্যবাসী হয় নব'রাজার দাস-দাসী,
ক্ষনিকের ব্যবধানে রাজার গলায় ঝুলে ফাঁসি
কী ভয়ানক! মিছে বীরত্বের সেই হাসি।
রাজা মরে, প্রজা মরে, মরে যত বীর পালোয়ান
মরার দৃশ্য দেখে হাসি মুখ নিমেষে হয় ম্লান,
পাপীরা মরুক, চিরতরে হোক মিথ্যের অবসান
চলো সিংহের মতো ঝাঁপিয়ে করি রক্ত স্নান।