আধা পাকা দাড়ি চুল
ইনি বড় ভাই,
যাকে মোরা সকলেই
খুব ভয় পাই।


ওই দেখো ওইখানে
বসে আছে মেজ,
তার সাথে গলাগলি
ভালোবাসে সেজ।


এরপরে যার কথা
বলছি সে নোয়া,
খুব রাগী লোক তিনি
অল্পে যায় খোয়া।


ওই দেখো কুল গাছে
পাড়ছে যে কুল,
তিনি হলো আমাদের
ফুল ভাই ফুল।


সদা থাকে হাসি খুশি
মন যার চাঙা,
এক নামে ডাকি তাকে
সুখী ভাই রাঙা।


মায়া ভরা চেহারাটা
মুখ গোলগাল,
বেঁটে মেটে রোগা নয়
আমাদের লাল।


গান গায়, মন পায়
দেয় লোকে সাড়া,
গর্বে যার কথা বলি
তিনি সাত তারা।


কনা ভাই তার ছোট
সব ছোট আমি,
ভাই সমাচার শেষে
এইখানে থামি।