হে মহান, তুমি করিয়াছো দান
আমার ঔরসে, বিবির জঠরে
ফুটফুটে এক সন্তান,
মায়া ভরা মুখ, দেখে ভরে বুক
তোমার গোলাম সে কথা জানাতে
তাহারে শোনাই আযান।


ফুলের মতো তার তুলতুলে গা
গাছের ডগার মতো কচি হাত পা
কতই না নিষ্পাপ দৃষ্টি!
পায় যদি ব্যথা বা লাগে যদি ক্ষুধা
মায়ের আঁচল তলে খুঁজে পায় সুধা
আহা কি নিপুণ সৃষ্টি।


একফোঁটা পানি দিয়ে গড়িয়াছো যারে
তোমার গোলাম করে রেখে দিও তারে
গাইতে সদা গুনগান,
শোনো গো দয়ার সাগর, ওগো রহমান
তোমার তরেই আজ করিলাম দান
আমার সকল সন্তান।