ভেবে দেখি -
পঁচিশ বছরের সংসার জীবনে
আমরা কেউ কারো ভালো বন্ধু হতে পারিনি,
হতে পারিনি ভালো প্রেমিক জুটি,
আমরা কেবল আমাদের চাহিদা পূরণে -
একে অপরের হাত ধরেছি,
গড়েছি সংসার নামক কৃত্রিম কারখানা!
যেখানে রয়েছে দামি দামি আসবাব,
প্রণয়ের ফসল আর একগুচ্ছ অলিখিত অভিযোগ পত্র!


অভিযোগ পত্র ঘেঁটে দেখি -
আমাদের উভয়ের প্রতি উভয়ের অবহেলা!
ভালোবাসার ঘাটতি,
কারণে অকারণে মন-মালিন্যতা,
সন্তানদের প্রতি দ্বায়িত্বহীনতা,
অহেতুক উদাসীনতা;
আর অসংখ্য, অসংখ্য দোষ ত্রুটি!
এই অভিযোগ পত্রই সাক্ষ্য দিচ্ছে -
আমরা হতে পারিনি আজও ভালো বন্ধু কিংবা প্রেমিক জুটি।