ঝড়ো হাওয়ায় ঝরে পড়ে পাতা
ভেঙে দেয় সব নিরবতা,
আওয়াজ তোলে শুধু মর মর মর
বাতাসে বিষাদ মিশে অষ্টপ্রহর!
ঝরা পাতাদের গানে -
প্রকৃতি ফাগুন আনে,
আবার গজায় গাছে নতুন কুঁড়ি
বসন্ত আনে ডালে ফুলের ঝুড়ি।


এমন'ই রবের খেলা
কেটে যায় কোটি বেলা,
তবুও বুঝে না, ফিরে না মানুষ
তবুও হয় না মানুষের হুঁশ!
ঝরা পাতাদের মতো-
মর মর জাগে ক্ষত?
বুকের বাঁ পাশ কেঁপে ওঠে কী?
আসুন নিজেকে একটু শুধরে নিই।