এখানে ছুঁবে, ওখানে ছুঁবে,
এভাবে ছুঁবে, সেভাবে ছুঁবে,
দিনে ছুঁবে, রাতে ছুঁবে।
আরোও কতভাবে কত রকম
ছোঁয়া-ছুঁয়ির বায়না তোমার!
ছোঁও, আমি তো নিষেধ করিনি।


হাত ছুঁলে, গাল ছুঁলে,
চুল ছুঁলে, চিবুক ছুঁলে,
ঠোঁট নাক কান মুখ;
ছুঁলে স্তন যোনি সর্বাঙ্গ।
হাতড়ে হাতড়ে তুমি আমার দেহের সব ছুঁলে-
অথচ হৃদয় ছুঁতে পারোনি।