প্রিয়ন্তী আজ তোকে দিলাম মস্ত অভিশাপ
আজীবন তুই খুব আনন্দে থাক রে সুখে থাক,
দুঃখের বাতাস বয় না যেন তোর চারিপাশ
আজীবন তুই হাস রে সুখে, খিলখিলিয়ে হাস।


যাকে নিয়ে ঘর বেঁধেছিস আমায় করে পর
তাকে নিয়েই দাম্পত্যময় সুখের জীবন গড়,
তোর আকাশে চন্দ্র হাসুক, সূর্য ছড়াক আলো
রাত না নামুক অমাবস্যা তিমির আঁধার কালো।


সুবাস যেন নিত্য ছড়ায় তোর পথের সব ফুল
তোর কথা আর কাজে যেন হয় না মোটেও ভুল,
রানীর আসন পাস যেন তুই বর রাজাটার মনে
রানীর বেশে আজীবন তুই থাকিস রাজার সনে।


তোর কোল জুড়ে আসে যেন ফুটফুটে রাজপুত্র
তোর জীবনটা হয় যেন ঠিক সহজ অংকের সুত্র,
যেমন করে কষতি অংক দুই এক যোগে তিন
তেমন হিসেব কষেই যেন তোর কাটে সব দিন।


আমার কথা মোটেও যেন তোর না মনে পড়ে
সেজন্য আজ অভিশাপের দিচ্ছি তাবিজ করে,
ভালো থাকিস, সুখে থাকিস, আনন্দে চিরদিন
শোধ চাইবো না কোনদিনই অভিশাপের ঋণ।