জীবনের কিছু কাল কেটে গেছে
প্রিয়তি তোমার সঙ্গহীন,
কি লেখা আছে নিয়তির ভাজে
জীবনের বাকি কটা দিন।


পরাজয় মেনে নিতে নারাজ আমি
নিয়তির লেখা মুছে দিব,
মনে রেখো প্রিয়তি মনে রেখো-
তোমাকে বুকে টেনে নিব।


জীবনের খেলাঘর যদি ভেঙ্গে যায়
পুতুল খেলার মত,
তবুও আমি তোমাকেই চাইবো
বারবার অবিরত।


নিয়তির লেখা মানবো না প্রিয়তি
তুমি যদি হও পর,
নিজের হাতেই ভেঙ্গে দিব আমি
জীবনের খেলাঘর।