তোমার পিছু হাঁটতে গিয়ে দেখি-
সামনে এগোনোর পথ সরে গেছে
পিছনে ফিরে দেখি ফেরার পথ হারিয়ে গেছে
ডানে তাকিয়ে দেখি অশ্রু সাগর
বামে তাকিয়ে দেখি রক্ত নদী!

পথহারা হয়ে পায়ের দিকে তাকিয়ে দেখি
পায়ের নিচে একমুঠো উর্বর মাটি,
অতঃপর মাটিতে নিজেকে বপন করি
ভালোবেসে নিজেকে রোপণ করি
তারপর খুঁজে পাই একাধিক মুক্ত পথ।

এখন সর্বদা পা বাড়াই, শুধু হাঁটি না
তবুও দিব্যি পথ মাড়িয়ে যাই.....
পথ মাড়াতে আমি নিজেকে বাড়াই।