একদিন কাঠফাঁটা গ্রীষ্মের দুপুরে
সুতা ঢিলা পেয়ে ঘুড়ি উঠেছিল উপরে,
তালগাছ বটগাছ পাহাড়কে মারিয়ে
ঘুড়িখানা উড়েছিল পাখিদের ছাড়িয়ে,
বড় বড় কথা ঘুড়ি বলেছিল গর্বে -
আকাশের মেঘ ফুঁড়ে যাবে সে স্বর্গে!


নাটাইয়ের সুতা শেষে লাগতেই টান
বাতাসের চাপে তার ছিঁড়েছিল কান!
তবুও সে মনে মনে পুষেছিল জেদ
নাটাই সুতার সাথে করে বিচ্ছেদ!
বাতাসের পিছু পিছু গিয়েছিল উড়ে
সাধ ছিল ঘুড়িটার, যাবে বহুদূরে...।


উড়েছিল কিছুক্ষণ, তারপর ধুপ সে
মাথা ঘুরে পড়েছিল, গিয়েছিল চুপসে!
কান ছেঁড়া ঘুড়িটার দেখে লুটোপুটি -
লতা-পাতা বুঁনোঘাস হেসে কুটিকুটি,
লজ্জায় ঘুড়ি আর উড়েনি কোনদিন
ঘুড়িটার ইতিহাস মনে রেখো চিরদিন।


বিঃদ্রঃ [ত্রৈমাসিক "মনন" ম্যাগাজিনের ৭ম বর্ষ, জুলাই-সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬তম সংখ্যায় প্রকাশিত।]