ঈদ আসে হাসি ফুটে
ঈদ যায় হাসি টুটে,
ঈদ এলে গায় সবে সাম্যের গান
ঈদ গেলে মানবতা ভেঙে খানখান।
ঈদ এলে চাঁদ ওঠে
ঈদ এলে শিশু ছোটে,
ঈদ এলে ধনী গরীব হয় কী সমান ?
ঈদ গেলে বেড়ে যায় সব ব্যবধান।


ঈদ আসে চুপিসারে
ঈদ আসে অভিসারে,
ঈদ এলে এতিমেরা পায় কী টের?
ঈদ এলে গরিবের বেড়ে যায় জের।
ঈদ শুধু ধনীদের
ঈদ নয় গরিবের,
ঈদ যদি আসতো গরিবের তরে
তবে হাসি ফুটতো সকলের ঘরে।