বাবার জন্য পাঞ্জাবি আর
মায়ের জন্য শাড়ি,
আর কী নিব? আর কী নিব?
আর কী নিতে পারি?


বোনের জন্য রেশমী চুরি
ভা'য়ের জন্য জামা,
কার জন্য কি কেনা বাকি
ভেবে একটু থামা।


খোকার জন্য ঘড়ি টিশার্ট
খুকির জন্য মালা,
কেনাকাটার হয়নি শেষ
এবার বৌয়ের পালা।


সবার কেনাকাটা শেষে
ভাবছি চুপি চুপি,
বাদ পড়েছে, বাদ পড়েছে
সুরমা আতর টুপি।


ঈদের কেনাকাটা শেষে
বাড়ির পথে ছুটি,
ঈদ আনন্দে মন আকাশে
সুখের লুটোপুটি।