আমি বাবাকে দেখিনি ঈদে নতুন পোশাকে
মাকেও দেখিনি করতে সাজগোজ,
সুস্বাদু খাবার সবটুকু আমাকেই তুলে দিতেন
যেমনটি করতেন রোজ রোজ।


ঈদের সেলামীতে বাবা দশ টাকা দিতেন
মা দিতেন খুব বেশি হলে পাঁচ ছয়,
এতেই ঈদের খুশির ঢল নেমে যেত ঘরে
বাবা মা'র সেদিনের হাসি ভুলবার নয়‌‌।


আমি কোনোদিন বাবা-মা'র ঈদ দেখিনি
আমার ঈদ'ই ছিলো নাকি তাদের ঈদ,
আসলেই বাবা-মা'রা এরকম নিঃস্বার্থ হয়
নিজের ঈদ বেচে, কিনে আনে সন্তানের ঈদ।