পুরুষত্রান্তিক এই সমাজে পরাধীনতায় বেঁচে
আমরা নারী যাচ্ছি রেঁধে এবং কাপড় কেচে,
সন্তান পালন, স্বামীর সেবা, ঘর গোছানো, সাজা
উঠোন ঝাড়ু, ময়লা ফেলা, বাসন-কোসন মাজা,
আরো অনেক কায়দা করে আটকে রাখার ফন্দি
পুরুষতান্ত্রিক এই সমাজে আমরা শিকলবন্দি।


ধর্মের বোঝা মাথার উপর চাপিয়ে দিয়ে সবাই
নারীর সত্ব স্বাধীনতা হক পুরুষ করছে জবাই,
এসব ভেবে সব উগ্র-নারী করছে নানান জোট
লম্পট পুরুষ উগ্র নারীদের উস্কে দিচ্ছে ভোট,
ভোট পেয়ে জোট করছে নারী, ছুটছে বিপরীত-
ভাবছে নারী, সবই পারি- আমিই পুরোহিত।


স্বাধীনতা চাই' সমাধিকার চাই', চাই এটা-ওটা
আশ্রয় চাই' প্রশ্রয় চাই,- চাই পতিতাবৃত্তি কোটা,
একাধিক চাই, শতাধিক চাই, চাই ইচ্ছে স্বাধীনতা
শক্তি চাই, ভক্তি চাই, চাই পুরুষের নীরবতা,
আরো বহু চাওয়া-চাওয়ি রয়ে গেলো বলা বাকি-
এই স্লোগান' কমায় সম্মান, দেখো মেলে আঁখি।