এখন আর আকাশে-
ঝাকে ঝাকে পাখি উড়ে না
লাল নীল ঘুড়ি উড়ে না
এখন কালো মেঘ উড়ে আকাশ জুড়ে।
এখন আকাশে-
ডানা মেলে রকেট উড়ে
ঝাকে ঝাকে বিমান উড়ে
বারুদের ছোট-বড় ড্রোন উড়ে।


এখন আর বাতাসে-
ফুলেরা সুবাস ছড়ায় না
কোনো বাণী এসে মন ভরায় না
এখন বাতাস জীবনকে বলে ধিক্কার।
এখন বাতাসে-
মৃত্যুর পয়গাম উড়ে
চারিদিক থেকে ছুটে আসে মৃত্যুর সংবাদ
ধর্ষিত মা-বোনের গলা ফাটা কান্নার চিৎকার।


এখন আর জমিনে-
পুষ্টিকর খাবার জন্মায় না
জমিনের বুকে হাটা চলা সহজ হয় না
এখন জমিনের বুকে নেই আর সজীব প্রাণ।
এখন জমিনে-
হিংসা নিন্দা লোভ বর্বরতা
জমিনের খন্ড যেন অগ্নি উল্কাপিণ্ড
এখন জমিনের বুকে হাসিমুখে চলে শয়তান।