আজকে মায়ের জ্বর এসেছে
তাই রাঁধেননি ভাত,
পেঁয়াজ মরিচ কাটতে গিয়ে
কাটছে আমার হাত।
হাতের ব্যথায় স্কুলের কাজ
পড়ছে সবই জমা,
দোহাই লাগে মাস্টার মশাই
করুন আমায় ক্ষমা।


সকাল আটটায় পায়ে হেঁটে
অফিসে যায় নিতাই,
তার অযুহাত সপ্তাহে রোজ
ছিঁড়ে জুতার ফিতাই!
রুটিন মেনে প্রতিটা দিন
আরেক কলিগ আসে,
ট্রাফিক জ্যামে আটকা পড়েন
লোকাল সেটিং বাসে।


অযুহাতের শেষ কী আছে?
বলছি লাজে এবার,
আলসে বউয়ের গুরুত্ব নেই
বরকে ভাত দেবার!
বিনা পয়সায় ডাকলে কাজে
থাকেই লোকের তাড়া,
বলুন তো ভাই কয়জন আছি
তৃতীয় হাত ছাড়া?!।