যুগে যুগে নাম জানা-অজানা কত কিছুই না বিলুপ্ত হয়ে গেছে,
পশু, পাখি, জলজ, সরীসৃপ, উদ্ভিদ;
যেমন হারিয়ে গেছে ডোডো, ডাইনোসরের মতো বহু প্রজাতির প্রাণী।
পুরনো ইতিহাস আমার খুব বেশি জানা নেই,
তবে এতটুকু জানি---
দিন দিন ভালোবাসাও বিলুপ্তির পথে,
দম্পতির ভালোবাসা বিলুপ্ত হচ্ছে পরকীয়া প্রেমে,
শুধু সংসারগুলো টিকে আছে অভিনয়ে মোড়ানো সামাজিক রঙিন ফ্রেমে।