ফুটেছে শিমুল, ফুটেছে পলাশ
রক্ত জবার কলি,
ফাগুনে মনে আগুন লেগেছে
কারে সে কথা বলি?


বাসন্তী পোশাকে দারুণ সেজেছে
কৃষ্ণচূড়ার ডাল,
মৌমাছি চুম্বনে পিষে চলেছে
কচি ফুলের গাল।


মাতাল ফাগুন করেছে যে খুন  
ফুলের মিষ্টি ঘ্রাণে,
কোকিলের সুর ডাকে বহুদূর
জানি না কোনখানে।


মন চায় শুধু উড়ি আর ঘুরি
মৌমাছিদের বেশে,
গাছে গাছে গিয়ে বলি ফোটো কলি
ফাগুন এসেছে দেশে।