কতজন ছড়া লিখে কতকিছু নিয়ে
চোখে দেখা রূপকথা উপমা দিয়ে
সকলের সব ছড়া
মাধুরী মিশিয়ে গড়া
পড়ি যতো হয় ততো জ্ঞান আহরণ
ছড়া যদি পড়ি তবে ভালো হয় মন।


কার ছড়া ভালো লাগে?
সে কথাটি বলি আগে -
তার নাম ছড়াকার খালেদ হোসাইন
তার ছড়া পড়েছো তুমি কোনদিন?


ফুল পাখি প্রজাপতি পাতাদের ছড়া
আকাশ নদী পাহাড় সুষম ধরা,
সকলের কথা তার ছড়া জুড়ে থাকে
রূপকথার ছড়া তিনি কল্পনায় আঁকে।


উৎসর্গ: [ছড়াকার খালেদ হোসাইন]