পাতাদের সংসারে ফুটেছিলো ফুল
মৌমাছি প্রজাপতি ছিলো মশগুল,
আরো ছিলো পাখিদের রোজ আনাগোনা
জাল ছিলো মাকড়সার নিখুঁত বোনা,
আরো ছিলো ছোট ছোট কচি কচি পাতা
বয়স্ক পাতাদের গায়ে ছিলো ছাতা।


পাতাদের সংসারে ধরেছিলো ফল
এমন ঘটনা নয় প্রাচীন বিরল!
ফুলে ফলে ভরা ছিলো পাতাদের সংসার
মউ মউ ঘ্রাণে ভরা রূপের বাহার,
হুট করে একদিন বোশেখের ঝড়ে
পাতাদের সংসার হলো নড়বড়ে।


ফুল ফল ডাল ডগা বুড়ো কচি পাতা
ঝরেছিলো যারা ছিলো সংসারে গাঁথা,
মৌমাছি প্রজাপতি পাখিদের দল
কেঁদেছিলো তারা কী ফেলে আঁখিজল?
দুর্দিন এসেছিলো পাতাদের সংসারে
অনেকেই মরেছিলো রোগে অনাহারে।


বিঃদ্রঃ [০৮ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে "দৈনিক নয়া দিগন্ত" পত্রিকার আগডুম বাগডুম সাহিত্য পাতায় প্রকাশিত]