সত্য বললে চাকরি থাকবে না
তাই আমি চাকরি করি না,
সত্য বললে প্রাণ যাবে? যাক না
তবুও কাউকে পরোয়া করি না।
সত্য বললে দেশ থেকে তাড়িয়ে দিবে
এমন সাধ্য নেই কারো বাবার
কারণ এই দেশটা স্বাধীন সার্বভৌম
এই দেশটা সারা বাংলা জনতার।