বহু রূপী নারী তুমি
নেই যে তোমার তুল,
তোমায় নিয়ে ভাবি যাহা
হয় যে তাহা ভুল।
মা রূপী নারী তুমি
দয়া ভরা মমতাময়ী,
বধূ রূপী নারী তুমি
কামুক- শয্যাশায়ী।


কন্যা রূপী নারী তুমি
পবিত্র এক ফুল,
বোন রূপী নারী তুমি
ভাইয়ের হৃদয় মূল।
বহু রূপী নারী তুমি
শত তোমার উদাহরণ,
নরম রূপে করো বরণ
শক্ত রূপে হরণ।


সর্প রূপে বিনাশ করো
ওঁঝা রূপে ঝারো,
নদী রূপে এ- কূল ভাঙ্গো
ও- কূল গিয়ে গড়ো।
নারী তুমি জায়া জননী
কন্যা- দৌহিত্র,
নারী তুমি জনম শত্রু
ছায়ার মতো মিত্র।


বেশ্যা রূপী নারী তুমি
অপয়া অপবিত্র,
সতী রূপী নারী তুমি
পতির কাবা চিত্র।
বহু রূপী নারী তুমি
কর্মে ধর্মে বলিয়ান,
সংসার রূপী নারী তুমি
ধৈর্য ত্যাগে মহিয়ান।