আমি কোথায় যেন নিজেকে হারিয়েছি-
আমার কেন জানি ঠিকঠাক মনে পড়ছে না।
এখানে খুঁজছি, ওখানে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না।


মেঠো পথে, খেলার মাঠে, মায়ের কোলে, বাবার আদরে, ভাই-বোনের খুনসুটিতে;
আমি স্মৃতি হাতড়ে আমার শৈশব খুঁজছি-
কিন্তু কোথাও শৈশব খুঁজে পাচ্ছি না।


নদীর কাছে গিয়ে আমার যৌবন খুঁজছি,
কিন্তু নদী- সে তো বহমান!
খরস্রোত কোথায় টেনে নিয়ে গেছে আমার যৌবন, কে জানে?
কোথাও আমার যৌবনের চিহ্ন ও নেই।


আকাশে বাতাসে মাটিতে জলে সবখানে;
সবখানে আমি নিজেকে খুঁজেছি-
অথচ কোথাও আমার স্মৃতি নেই, চিহ্ন নেই, অস্তিত্ব নেই।
তবুও অনন্তকাল ধরে আমি নিজেকে খুঁজে চলেছি, খুঁজে চলেছি, খুঁজে চলেছি, খুঁজেই চলেছি......।