স্বৈরাচারের অগ্রাসন রুখতে আজই হবে
অগ্নি চোখে মশাল হাতে রাজপথে নাম সবে,
লুটের বুকে মার লাথি আর মিথ্যাবাদীর মুখে
আমজনতার সুখ ছিনিয়ে যে রয়েছে সুখে -
দে তাকে আজ রুখে তোরা, দে তাকে আজ রুখে।


ঋণের বোঝা মাথায় চেপে বেঁচে জীবনভর
লাভ কী হলো? হিসেব কষে বল তো শুভঙ্কর?
মুখে মুখে উন্নয়নের তসবি করে পাঠ;
চাষার ঘরে বসেছে কী সুখ প্রাচুর্যের হাট?
বসেনিকো! বসবেনাও! থাকলে স্বৈরাচার
কেউ কোনদিন সুখ পাবে না দেশে স্বাধীনতার।


আমজনতার সুখে ফেরাতে আমজনতাই লড়
আসুক যতই কামান ধেয়ে, বুলেট বোমার ঝড়!
রক্ত চোখে অগ্নি মশাল হাতে নিয়ে নাম রে -
ওরা যদি খামচে ধরে--- তোরা ধর কামড়ে।