অর্থ সম্পদ কামাই আগে
তারপরে যশ খ্যাতি,
এই নীতিতে জীবন যাপন
করেন মহান জ্ঞাতি।


অর্থ সম্পদ না কামাইতে
খুঁজলে যশ খ্যাতি,
বলছি তোমায় হতেই হবে
দুঃখে হতাশ ব্যথি।


যৌবনে যার নেই তাড়না
মনে কাজের ফুর্তি,
সে আসলেই নয় যৌবনা
সে পাথরের মূর্তি।


জীবন কালে যৌবন ডালে
ফুটছে যাদের ফুল,
গান শুনে ওই মৌমাছিদের
ভুল কোরো না ভুল।


ঘাতক ওরা চাতক ওরা
খুব সুবিধের নয়,
যৌবন ফুলের মধু শুষে
করবে তোমায় ক্ষয়!


মানব কূলে যৌবন ফুলে
লাগলে পাপের দোল,
তার ভেতরে রয় না কিছুই
রয় পড়ে রয় খোল।