দলে দলে উড়ে আসে মৌমাছি
উড়ে আসে প্রজাপতি,
সুবাস ছড়িয়ে দেয় পূবালী বাতাস
আকৃষ্ট করে ফুলমতি।


মধু মাখা ঘ্রাণ জুড়ে মন প্রাণ
এই বুঝি হলো ক্ষতি,
দিশেহারা প্রায় মন তারে চায়
একি হলো মোর গতি।


পলাশ রাঙ্গা ফুল জুঁই চামেলী
শিউলি বকুল মালতি,
আধাডোবা মন ভাসে ক্ষণ ক্ষণ
উত্তাপ ছড়ায় রতি।


যেথা আমি যাই সেথা খুঁজে পাই
প্রথম প্রেমের জ্যোতি,
তবু লাগে ভয়, কি জানি হয়!
লাভ কি'বা ক্ষতি।


চুপচাপ রয়, নাহি কিছু কয়
বুঝিনা কোনো গতি,
ঠোঁট দুটি নড়ে পাপড়ি ঝরে
একি হাল ফুলমতি?


যাবে যদি চলে তবে কেন এলে
করতে আমার ক্ষতি,
শোনো প্রিয় গো শোনো ফুলমতি
তোমা' ভালোবাসি অতি।