ফুটন্ত ফুলের মতো মৌ মৌ ঘ্রাণ
রেসকোর্স মাঠ জুড়ে বইয়ের বাগান,
কচিকাঁচা সেজে যায় প্রজাপতি রূপে
ফুলের সুবাস শুঁকে নাকমুখ ডুবে।
মৌমাছির মতো শত পাঠকের দল
বইয়ের বাগান জুড়ে করে কোলাহল,
তাজা ফুলের মতো বই ছড়ায় সুঘ্রাণ
নতুন বইয়ের ঘ্রাণে ভরে মন প্রাণ।