সন্ধ্যা হলেই শহর নগর জ্বলে ওঠে ভূতের বাতি
আবার হঠাৎ নিভে গিয়ে নামায় ঘোর আঁধার রাতি,
ভূতের বাতি যায় আর আসে
দাঁত কেলিয়ে মুচকি হাসে-
ভেলকিবাজি দেখায় সারা বঙ্গে!
কোন কারণে ভূতের বাতি সাজলো এমন ঢঙ্গে?


আমজনতা করছে দাবি
প্রশ্ন শতেক হাবিজাবি,
ভূতের বাতি আগের মত একধারে ক্যান জ্বলে না?
সবাই মুখে লাগাম টেনে
চুপ রয়েছে নিয়ম মেনে,
ভূতের বাতির এই রহস্য মুখ ফুটে কেউ বলে না।