দূর বিদেশের প্রভাব নারে
দুর্নীতির'ই প্রভাব,
দিনে দিনে বাড়ছে ক্রমেই
অনাহারীর অভাব!


ভোজ্য পন্যের দাম বেড়েছে
ঔষধ-পাতির সেম!
দেশ লুটেরা খেলছে বসে
মানুষ মারার গেম।


মানুষ কারা? জনগণ তো -
উলুখাগড়ার দল,
মরলে তারা কি এমন যায়
তোরাই ভেবে বল?


ভাবনা আমার হারিয়ে গেছে
দ্রব্যমূল্যের চাপে!
দেশ জনতা ক্ষেপলে তখন
বাঁচাবে কোন্ বাপে?


পিঠে আঘাত সইবে লোকে
সইবে বল পেটে কে?
ক্ষুধার আগুন জ্বললে পেটে
বলবে শালা ভাত দে।