আমি বহুযুগ ধরে ঈশ্বর খুঁজি
বলো ঈশ্বর কোথায়?
মসজিদে নাই, মন্দিরে নাই
নাই গির্জা প্যাগোডায়।


আকাশে খুঁজি, বাতাসে খুঁজি,
খুঁজি জমিনের গর্ভে,
আরশে খুঁজি,  নরকে খুঁজি,
খুঁজি সুখময় স্বর্গে।


পশুকূলে খুঁজি, পাখিকূলে খুঁজি,
খুঁজি মানবসভ্যতায়,
হে ঈশ্বর ! হে ঈশ্বর ! হে ঈশ্বর !
বলো তুমি কোথায়?


তোমায় খুঁজিতে খুঁজিতে সারা
জ্ঞানহারা হলো মাথা,
অবশেষে দেখি সবখানেই তুমি
মোর হৃদয়েও গাঁথা।