বলতে পারো কোন দেশেতে সূর্য ওঠে হেসে
কোন দেশেতে ঝুমকো জবা পরে নারী কেশে,
কোন দেশেতে পাখপাখালি জুড়ে মধুর গান
কোন দেশেতে সারা বছর ফলে সোনার ধান।


বলতে পারো কোন দেশেতে নদী ভরা মাছ
হাজার রকম ফল ফুলেতে সজ্জিত হয় গাছ,
বলতে পারো কোন দেশেতে লক্ষ মুক্তি সেনা
কোন দেশের সব মাটি কণা রক্ত দিয়ে কেনা।


বলতে পারো কোন দেশেতে ষড়ঋতু আসে
কোন দেশেতে দূর্বা ঘাসে শিশির কণা হাসে,
বলতে পারো কোন দেশেতে সবাই দলে দলে
শাপলা শালুক তুলতে নামে বিলের ভরা জলে।


বলতে পারো কোন দেশেতে রাখাল বাজায় বাঁশি
কোন দেশেতে সবার মুখে ফোটে ফুলের হাসি,
বলতে পারো কোন দেশেতে ঘুরি পাগল বেশে
এই দেশেতে এই দেশেতে সোনার বাংলাদেশে।