খুঁজতে গিয়ে সোনার হরিণ
যাই ছুটে যাই বিদেশ,
অবশেষে বিষাদ পেয়ে-
ফিরে আসি স্বদেশ।


সোনার হরিণ কোন বনে রয়
কোন ঘাটে খায় জল,
হন্নে হয়ে বিদেশ খুঁজে-
বুঝতে পারি ছল।


আমার দেশে সোনার হরিণ
সবুজ ডগায় দোলে,
মাঠ জুড়ে সেই সোনার শেবক
শিশির জলে খেলে।


সোনার হরিণ জাপটে ধরি
হাত বাড়িয়ে সোহাগ করি,
মাঠ পেড়িয়ে মাঠের পরে
সোনার ছড়াছড়ি।


সোনার হরিণ পেয়েও কাছে
ভাবনা ছিলো শুধুই মিছে,
অজ্ঞ মোহে লোভের তরে
হারিয়েছিলাম দিশে।


কাঁচা সোনা অঙ্গে মাখি
মাখি দেশের মাটি,
স্বদেশ আমার সোনার হরিণ
সোনার চেয়ে- খাঁটি।