অন্তরে আছে যার নূরের আলো
তার সব কথা কাজ লাগে ভালো
হোক না সে ধনী গরিব ছোট বড়
ঈমানদার মজবুত, নয় নড়োবড়ো
রবের প্রেমে যার হৃদয় তাজা
ধরণীতে তার মত আছে কে রাজা?
অশেষ রহম আর নেয়ামত পেয়ে
আল্লাহর গুনগান যায় যে গেয়ে
তার মত কেউ নেই ভাগ্যবান
খুঁজে দেখো জমিন আর ঐ আসমান
পাপের সাগরে যার ডুবে যাওয়ার ভয়
সে কভু করে নাকো সময়ের অপচয়।