দূর থেকে বহু দেশ ঘুরে
অতিথি পাখির ঝাঁক এলো রে উড়ে,
এতটুকু আশ্রয়ে থাকতে নির্ভয়ে
উড়ে এলো ঝাঁকে ঝাঁকে বাংলার বুক জুড়ে
দূর থেকে বহু দেশ ঘুরে।


কোনো দল গাছে বসে
কোনো দল মাঠে বিলে
সকলেই একসাথে থাকে মিশেমিলে,
ছুঁড়ো নাকো কেউ গুলি, ছুঁড়ো নাকো ঢিল
কান পেতে শোনো পাখি হাসে খিলখিল।


রাত দিন মুখরিত পাখিদের গানে
কিচিরমিচির আর কুহু কলতানে,
লাখো কোটি পাখিদের শত শত ঝাঁক
চোখ মেলে দেখি যত হই নির্বাক!
অতিথি পাখিই যেন প্রিয়সীর বেশে
দূর থেকে উড়ে আসে আমাদের দেশে।