সবটুকু বেদনা ছুঁয়ে যাও মোরে
প্রবেশ করো মোর অন্তরে,
আমি বেদনা সয়ে- বেদনা লয়ে
চাঁপা কান্নায় যাবো মরে,
হে বেদনা তুমি করো মোরে শূন্য
বিষাদে পুড়িয়ে করো পূর্ণ,
আমি নামান্তর মানুষ কেবলই
আমারে আঘাতে করো চূর্ণ।


আমি বাঁচিবার তরে মরিবার চাই
আমারে পিষিয়া করো ধুলি,
কোমল হৃদয়ে কড়া আঘাত হানিয়া
পূর্ণ করো মোর বিষাদ ঝুলি,
তুমি সর্পের মতো দংশন করো মোরে
বিষাদে বিষিয়া তোলে প্রাণ,
স্বপ্নের চোখে ছোড়ো বিষাক্ত তীর
আমি গাইবো বেদনার জয়গান।


বেদনার ভারে অবনত করো মোরে
লোভ-লালসারে করো ধূলিসাৎ,
কাম ক্রোধ কামনা বাসনারে থুয়ে
আমারে করো নতজানু কাৎ!
আমি বেদনা বিষাদের বাসরী লয়ে
ছুটে যাবো যুগ যুগান্তর,
হে বিষাদ- আমারে জড়ায়ে ধরো
পূর্ণ করো হে মোর অন্তর।


বিষাদের সাথে পাঞ্জা লড়িবার স্বাধ
মরণের ভয় নাহি কভু করি,
গঞ্জনা ব্যঞ্জনা সব বিষাদেরে তাই
সোহাগ করিয়া জড়ায়ে ধরি,
বেদনারে যদি সহিবার নাহি পারি-
সুখের সন্ধানে যাবো কতদূর?
বিষাদের সাথে মিশিয়া রহিয়াছে সুখ
কম নয়, ষোল আনা ভরপুর।