হিজল বনে আপন মনে গাইছিলো এক পাখি
গান শুনে তার গিয়ে দেখি রঙের মাখামাখি,
গাছগুলো সব সেজে ছিলো, মাথায় লম্বা বেণী!
একটা বেণীও চুলের নয় সবগুলো লাল ফুলের
কিছু ফুল হাওয়ায় দুলে দিচ্ছে শোভা দুলের,
হাতের চুড়ি গলার মালা ফুল ছিলো সব ফুল
হিজল বনে যা দেখেছি--- ভুল দেখিনি ভুল।


যখন ছিলো হিজল মেয়ের ঝরার অভিযান
কিছু হিজল বিছিয়ে ছিলো প্রাণ হারিয়ে প্রাণ,
আমার কেন আসতে দেরি বলেই বরণডালা
হিজল মেয়ে করলো শুরু আমার উপর ঢালা,
কোনখানেই নেয়নি কেউ আমার থেকে ফি!
হিজল মেয়ে উঠলো বরং আমায় দেখে হেসে
এই ঘটনা ঘটেছিলো হিজল বনের দেশে।


বিঃদ্রঃ [কবিতাটি ২৭ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে দৈনিক দেশতথ্য বাংলা পত্রিকায় "হিজল মেয়ে" শিরোনামে প্রকাশিত হয়েছে]