খোকার হাতে যাদুর কলম
লিখে মজার ছড়া,
ছড়াগুলো পড়লে দু'চোখ
হবেই ছানাবড়া।


ছড়ার মাঝে হাতির ছানা
চড়ে গাছের ডালে,
মাছের বদল মৎস্য কন্যা
আটকা পড়ে জালে।


খোকার ছড়ায় দেখতে পাবে
মামদো ভূতের ছা,
দেখতে পাবে ডুমুরের ফুল
সাপের নয়টি পা।


খোকার ছড়ায় দেশ জনতা
পাবে মাটির ঘ্রাণ,
পাখপাখালির কুজন শুনে
জুড়িয়ে যাবে প্রাণ।


খোকার ছড়া পড়তে পারবে
মনের মহা সুখে,
খোকার ছড়া পড়লে সবার
সাহস আসে বুকে।