ধরো আমি আটকে গেছি
কারো ফাঁদের মিষ্টি ক্ষীরে,
কিনতে গিয়ে সুখ নিলামে
দুঃখ কিনে আনছি ফিরে,
থাকবে তবুও আমার হয়ে?
একই সাথে একই নীড়ে।


ধরো আমি হারিয়ে গেছি
মুখোশ পরা লোকের ভীড়ে,
ভেসে গেছি কালের স্রোতে
ঘুরতে কারো মনের তীরে,
থাকবে তবুও অপেক্ষাতে?
আমি আসার পথটি ফিরে।


ধরো আমি বদলে গেছি
পাষাণ হাতে হৃদয় চিঁড়ে,
কারো অনেক সুখের তরে
হারিয়ে গেছি ধীরে ধীরে,
রাখবে তবুও আমার স্মৃতি?
তোমার বাকী জীবন ঘিরে।


বিঃদ্রঃ [১৩ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে "দৈনিক ফুলকি" প্রত্রিকায় প্রকাশিত]