কতদিন ধরে মায়ের কোলে মাথা রেখে
দেখো না মায়ের বদন,
কতদিন ধরে ঘাসের বুকে শুয়ে থেকে
দেখো না বিশাল গগণ,
কতদিন ধরে শাপলা শালুক তুলো না
নামো না বিলের জলে,
বলো কতদিন ধরে ঢিল ছুড়ে মারো না
গাছের কাঁচা-পাকা ফলে।


কতদিন ধরে খেলো না কাবাডি হাডুডু
খেলো না বৌচি লুকোচুরি,
বলো কতদিন ধরে আকাশে উড়াও না
সাদা কালো লাল নীল ঘুড়ি,
বলো কতদিন ধরে কাতুকুতু দাও না
দাও না মাটিতে হামাগুড়ি।


বলো কতদিন ধরে নদীর কিনারে যাও না
পালন করো না নিরবতা,
বলো কতদিন ধরে রুপালি চাঁদের সাথে
মন খুলে বলো না কথা।


বলো কতদিন ধরে প্রিয় মানুষের হাত ধরে
হাঁটো না চেনা-অচেনা পথ,
বলো কতদিন ধরে নাগরদোলায় চড়ো না
দেখতে যাও না গাঁয়ের রথ,
বলো কতদিন ধরে চোখে চোখ রেখে তুমি
হাসো না মিষ্টি মধুর হাসি,
বলো কতদিন ধরে মুখ ফুটে বলো না
বাবা মাকে ভালোবাসি?।