কিছু মানুষের বাহিরের রূপ
সবুজের মতো শ্যামল, ফুলের মতো কোমল
দুধের মতো ধবধবে সাদা,
তাদের দেখে খুব সহজে বোঝা যায় না
তারা গরু নাকি শ্বেত গাধা।


আবার কিছু মানুষের ভেতরের রূপ
শহরের গলিতে পড়ে থাকা ময়লার ভাগাড়
দুর্গন্ধযুক্ত এক বিভৎস রূপ!
অথবা প্রাচীন যুগের অব্যবহৃত ভয়ানক কূপ
যার ঘৃণা ভয়ে থাকতে হয় চুপ।