মানবতা কোথা নেই, শুধু মুখে বুলি
মানবিক যারে পাই মারি তাঁরে গুলি,
মানবতা মেরে বলি--- মানবিক হও
মানবতা কারে বলে, কারে বলে কও?


গাছে ফোঁটা ফুল ছিঁড়ে বলো ভালোবাসি
মিছে এই কথা শুনে পায় মোর হাসি,
ভালো যদি বাসো তবে ছিঁড়ো কেন ফুল
ফুল হয়ে ফোটাটা কী ফুলেদের ভুল?


মানবতা কোথা আছে, কোথা আছে বলো?
আমি দেখি মানবতার আঁখি টলোমলো,
মানবতা কাঁদে কেন, লুটে কেন মাটিতে?
মানবতা ভাঙা পায়ে পারে না সে হাটিতে।


অসহায় এতিমেরা ঘুরে দ্বারে দ্বারে!
মানবিক মানুষেরা হক কারো মারে?
মানবতা কোথা খুজো, নগরে বন্দরে?
মানবতা কোথা নেই, আছে সে অন্তরে।


মানবতা নাই যার--- অন্তর মহলে
মানবতা মারে সে ছলে-বলে-কৌশলে!
ধর্ষণ করে যে, চুরি আরও ডাকাতি
মানবিক নহে সে- সে পশু জাতি।


মানবতা কারে কয়? মানবিক কে?
সুদ ঘুষ গুম খুন রোজ করে যে?
মানবতা ভুলে গেছি, মানবিক মোরা নই
তবুও বলি চলো সবে মানবিক হই।