আমি কোনো আগুন্তক নই
আমি এসেছি কবিতার বুঁদ বুঁদ হতে
মহাকালের ধ্বনি ঝংকার হতে,
আমি এসেছি সত্যের ছায়াপথ হতে
স্বাধীনতা মুক্তির স্লোগান হতে,
আমি এসেছি দুঃখ হাহাকার হতে
গণমানুষের অধিকার হতে।


আমি কোনো আগুন্তক নই
আমি এসেছি প্রতিবাদী মিছিল হতে
নিপীড়িত মানুষের পক্ষে হতে,
আমি এসেছি শহীদের রক্ত হতে
ধর্ষিতার চিৎকার অশ্রু হতে
আমি কোনো আগুন্তক নই,
আমি এসেছি তোমাদের বন্ধু হতে।


বিঃদ্রঃ [সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে দৈনিক ফুলকি পত্রিকার কবিতা প্রাঙ্গণে প্রকাশিত]