প্রিয়তমা, করো ক্ষমা!
চলে গেছো দূরে-
তোমার বিরহে আজও হৃদয় পুড়ে।
বলেছিলে ভুলে যেতে
পারিনিকো ভুলে যেতে,
যতো ভাবি ভুলে যাবো
মনে পড়ে শুধু তোমা;
প্রিয়তমা, প্রিয়তমা,
করো মোরে ক্ষমা।


ভালোবাসি বলেছিলে
মনে প্রেম ঢেলেছিলে
সে দিনের স্মৃতি আজও মনে প্রাণে গাঁথা,
আহা প্রেম! আহা প্রেম!
খেলে গেলে মিছে গেম,
হৃদয় ভেঙে দিলে- শুধু নিরবতা।


নিরবে নিরবে-
মনে প্রাণে তুমি রবে
যতদিন বেঁচে থাকি ভবে,
তোমার ঘৃণাতে আমি পাইনি যে লাজও
তাই ভুলতে পারিনি তোমায়,
ভুলতে পারিনি আজও।