মানুষ মানুষের কথার প্রেমে পড়ে
মানুষ মানুষের রূপের প্রেমে পড়ে
মানুষ মানুষের গুনের প্রেমে পড়ে
মানুষ মানুষের যৌবনের প্রেমে পড়ে
মানুষ মানুষের ব্যক্তিত্বের প্রেমে পড়ে
মানুষ মানুষের চরিত্রের প্রেমে পড়ে।
কিন্তু আমি তোমার কিসের প্রেমে পড়েছিলাম?
তোমার কথার? তোমার রূপের?
তোমার গুনের? তোমার যৌবনের?
তোমার ব্যক্তিত্বের? তোমার চরিত্রের?
নাহ! আমি এগুলো কোনটার প্রেমে পড়িনি-
আমি প্রেমে পড়েছিলাম তোমার মুখোশের!