বিশ্বাস ঘাতকের ছুরির আঘাতে ক্ষত-বিক্ষত
রক্তাক্ত হয়েছে হৃদয়,
আমি আর কাউকেই সহজে বিশ্বাস করতে পারি না।
আজকাল কুকুরকে বিশ্বাস করা যায়,
বিষাক্ত সাপকেও তাই-
কিন্তু মানুষকে নয়!
আজকাল মানুষকে বিশ্বাস করতে আমার খুব বেশি ভয় হয়।


প্রিয় বন্ধুরা যখন শত্রুতে পরিণত হয়
কাছের মানুষরা যখন দূরে ঠেলে দেয়
তখন বুকের ভেতর একটা মস্ত বড় দুখের পাহাড় এসে দাঁড়ায়,
ভারী কান্নায় হৃদয়ের সমস্ত দুয়ার বন্ধ হয়ে আসে,
হাজার চেষ্টা করেও আমি আর হাসতে পারি না,
আমি এভাবেই দিনে দিনে হাসতে ভুলে গেছি-
আমি একশো বছর ধরে হাসি না।


অনাথ অসহায় এতিমের আহাজারি শুনে
ধর্ষিতা বোনের কান্নার চিৎকার শুনে-
আমার বুকের ভেতর শোকের বাদ্য বাজে
কানে বেজে ওঠে কান্নার ঘুঙুর ;
বিশ্বাস করো আমি হাসতে ভুলে গেছি,
আমি একশো বছর ধরে হাসি না।