তোমরা পৃথিবীটা ভাগাভাগি করে নাও
সবকিছু লিখে নাও নিজের নামে,
তবুও এই বাংলা ভূখণ্ডে কেউ এসো না
আমি এই বাংলা কিনেছি প্রেমের দামে।
এই বাংলা আমার মায়ের শাড়ির আঁচল
এই বাংলা আমার বোনের হাসি,
এই বাংলাতে আমার প্রেমিকার বিচরণ
আমি এই বাংলাকে ভালোবাসি।

এই বাংলা আমার স্বর্গের মতো শান্তি প্রিয়
এই বাংলা শহীদদের রক্তমাখা মাটি,
এই বাংলার বুকে শুয়ে আছে আমার ভাই
এই বাংলা যে আমার হৃদয় ঘাঁটি।
এই বাংলাকে কেউ অপবিত্র করতে এসো না
এই বাংলা আমার প্রানের চেয়ে দামি,
তোমরা পৃথিবীটা ভাগাভাগি করে নাও
তবুও এই বাংলাকে নিতে দিবো না আমি।