ভেবেছিলাম কারো প্রেমে পড়বো
বয়স যখন তেরো ছুঁই ছুঁই, কৈশোরে পা রাখবো
ঠিক তখন কারো প্রেমে পড়বো,
পরন্ত বিকেলে কিশোরীর হাত ধরে
ঘাসের নরম কচি ডগা ছুঁয়ে দেবো।
কিন্তু কখন যে কৈশোর পেরিয়ে গেলো!
আর প্রেমে পড়া হলো না।


ভেবেছিলাম কারো প্রেমে পড়বো
বয়স যখন ষোলো হবে, ঠিক তখন
কোনো এক ষোড়সীর প্রেমে পড়বো,
চোখে চোখ রেখে হারিয়ে যাব গভীর প্রেমে
কিন্তু বাবার কড়া শাসনে সে সাহস হয়নি!
চোখের সামনেই বয়সটা পেরিয়ে গেলো
অথচ কারো প্রেমে পড়া হলো না।


ভেবেছিলাম কারো প্রেমে পড়বো
বয়স যখন আঠারো হবে, ঠিক তখন -
যৌবনের ঢেউ তরঙ্গে সব বাঁধা ভেঙে দিয়ে
কারো গভীর প্রেমে হাবুডুবু খাবো,
কিন্তু বাস্তবতার কাছে সে বয়সটাও পরাজিত!
চোখের পলকে পেরিয়ে গেলো কৈশোর যৌবন।
আমার আর প্রেমে পড়া হলো না,
ভেবেছিলাম কারো প্রেমে পড়বো।